প্রকাশিত:
গতকাল

নিউ ইয়র্ক সিটিতে গৃহহীনদের বিষয়ে আগের প্রশাসনের অবস্থান থেকে বড় ধরনের সরে আসার ইঙ্গিত দিয়েছেন মেয়র পদে জয়ী জোরান মামদানি।
গৃহহীনদের বসবাসের তাঁবুগুলো ভেঙে দেওয়ার পরিবর্তে তাদের বাড়িঘরে আশ্রয় দেওয়ার বিষয়ে নজর দিতে চান বলে শুক্রবার ঘোষণা দিয়েছেন গণতান্ত্রিক এ সমাজতন্ত্রী।
নিউ ইয়র্ক সিটিতে মৌসুমের শীতলতম দিনে ভূগর্ভস্থ স্থানে গৃহহীনদের আশ্রয় নিতে দেখেছে আইউইটনেস নিউজ। আশ্রয় গ্রহণকারীদের মধ্যে ছিলেন হ্যারিয়েট নামের এক নারী, যিনি সহায়তা দরকার বলে জানিয়েছেন।
ওই নারীর ভাষ্য, কিছুই করা হচ্ছে না। অস্থায়ী কোথাও মাথা গোঁজার ঠাঁই হওয়ার কথা ছিল।
এমন পরিস্থিতিতে মামদানি সাংবাদিকদের বলেন, গৃহহীনতা প্রশ্নের উত্তর নিহিত গৃহায়নের মধ্যে। তার মতে, গৃহহীন নিউ ইয়র্কারদের সহায়ক কিংবা ভাড়া বাসার মতো যেকোনো ধরনের স্থানে থাকার সুযোগ করে দিতে হবে।
এর আগে দায়িত্ব নেওয়ার সময় মেয়র এরিক অ্যাডামস গৃহহীনদের মাধ্যমে সংঘটিত আলোচিত কিছু অপরাধের প্রতিক্রিয়ায় আইনশৃঙ্খলা বাহিনী ও আউটরিচ কর্মীদের ব্যবহার করেছিলেন।
‘ধূমপান আর নয়, মাদকসেবনও আর নয়। সাবওয়ে ব্যবস্থায় বারবিকিউ আর নয়। আপনি যা চান, তা করা আর নয়’, ২০২২ সালের ফেব্রুয়ারিতে বলেছিলেন এরিক অ্যাডামস। তার প্রশাসনের নির্দেশে পুলিশ কর্মকর্তারা ‘জীবনমান’ লঙ্ঘনের অপরাধে গৃহহীনদের তাঁবুগুলো সরিয়ে দেন।